গত তিন দিনের টানা বৃষ্টির কারনে প্রচুর পানি বৃদ্ধি পায় ।খড়তড় শ্রোতে ভাঙ্গনের দেখা দেয়।ভোগডাঙ্গা ইউনয়নের প্রান কেন্দ্র অবস্তিত পাটেশ্বরী বাজার।এই বাজার থেকে অনতি দূরে সোজা পশ্চিম পাশ ঘেষে ধরলা নদি বয়ে যায়।এর ভাঙ্গন ক্রমাগত হারে বাড়লে এক সময় পাটেশ্বরী বাজার হয়তো হুমকির মুখে চলে যাবে।বর্তমান বড়াইবাড়ী গ্রামের চার নং ওয়াডের বেশকিছু বাড়ি ঘড় নদী গর্ভে চলে যায়।বাকী সকল মানুষ জনের মধ্যে দু:খ দুরদশার সীমা রইলো না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস